1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় ঘটিয়েছে -হিরা আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরূপ-জামায়াত আমির তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি-ভিপি সাইফুল নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ সান্তাহারে রেলওয়ের ১০৬ বিঘা জমি বেদখল ,গড়ে উঠেছে বস্তি ও বিভিন্ন স্থাপনা আদমদীঘিতে বিড়াল হত্যা ঘটনায় নারীর বিরুদ্ধে থানায় জিডি ঘোড়াঘাটের ভাইরাল সাইমন চখের দৃষ্টি ফিরেপেতে চাই বগুড়ার মহাস্থান ও শহরের পেঁয়াজের ঝাঁঝ চরমে পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ পঞ্চগড় -২ আসনে ফরহাদ হোসেন আজাদ বিএনপি’র প্রার্থী মনোনীত, নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা

প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণে রাষ্ট্রকে অংশীদার বানাব-তারেক রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ ও সুরক্ষা থাকবে, যা যেকোনো বাবা-মা তাদের নিজের সন্তানের জন্য কামনা করেন।’ শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে তারেক রহমানের দেয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে, আসুন প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেয়ার, মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার উদযাপন করি। একজন মেয়ের বাবা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন করা শুধু নীতি নয়-এটা ব্যক্তিগত। বাংলাদেশের জন্য আমাদের ভিশন এমন একটি যেখানে প্রতিটি মেয়েরই একই স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা আছে যা কোন বাবা-মা তার সন্তানের জন্য চায়। বিএনপি সরকারের জীবন বদলের উত্তরাধিকার আছে, আর আমরা সুযোগ পেলে আরো কিছু করার চেষ্টা করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে গার্মেন্টস খাতের প্রবৃদ্ধিকে শিল্পের চেয়ে বেশি করে তুলেছিলেন তা আমরা দেখেছি; আশা হয়ে উঠল। লাখ লাখ নারী আনুষ্ঠানিক কাজে প্রবেশ করেছেন, আয়, সম্মান এবং স্বাধীনতা অর্জন করেছেন। তার তত্ত্বাবধানে, সমগ্র বাংলাদেশে মেয়ে ও নারীদের জীবনের উন্নতি ঘটাতে এক অনন্য উদ্দেশ্য নিয়ে নারী বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা অধিকার, সুবিধা নয়। দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে ঘোষণা করা হয়েছিল, এবং ‘শিক্ষা জন্য খাদ্য, শিক্ষার জন্য নগদ’ প্রোগ্রাম লাখ লাখ মেয়েকে স্কুলে রেখেছে, পরিবারের ভাগ্য পরিবর্তন করেছে, শক্তিশালী সম্প্রদায় গঠন করেছে, ক্ষমতায়ন মহিলাদের একটি প্রজন্ম তৈরি করেছে। তার পথিকৃৎ ‘মহিলা মাধ্যমিক বিদ্যালয় সহায়তা প্রকল্প’ আমাদের ইতিহাসে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথমবারের মতো জেন্ডার সমতা অর্জন করেছে এবং বাল্য বিবাহ হ্রাস করেছে, মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের জন্য একটি বিশ্বব্যাপী মডেল হয়ে উঠছে, যা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে প্রতিরূপ হয়েছে। এই সাহসী পদক্ষেপগুলো দেখায় যা প্রমাণ করে কি সম্ভব যখন শাসন মেয়েদের মর্যাদা সম্মান করে এবং তাদের ভবিষ্যতে বিনিয়োগ করে।

বিএনপির ভবিষ্যৎ নীতি সম্মান ও বিনিয়োগ অব্যাহত, মাধ্যমে :

১. নারী গৃহপ্রধানদের নামে ‘পারিবারিক কার্ড’- সাহায্য ও সহযোগিতা নিশ্চিত করা সরাসরি প্রতিটি পরিবারের মেরুদণ্ডে

২। এসএমই ঋণ, ব্যবসা প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা-কারণ অর্থনৈতিক স্বাধীনতা আলোচনাযোগ্য নয়

৩। মেয়েদের শিক্ষাগত ও বৃত্তিমূলক সুযোগ-যাতে প্রতিটি মেয়ে গ্রাম বা শহরে দক্ষতা অর্জন করে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে

৪. সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারী-রাজনীতি, শাসন, নীতিতে অংশগ্রহণ বৃদ্ধি। একটি নিরাপদ জাতির দাবি কম নয়
৫। মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা-মেয়েদের চলাচল করতে, কথা বলতে, ইন্টারনেট অ্যাক্সেস করতে, ভয় ছাড়াই বাঁচতে সক্ষম করা

৬. পরিবার ও সমাজকল্যাণ মূল নীতি হিসেবে-স্বাস্থ্য, গ্রামীণ ক্ষমতায়ন, সকলের জন্য চাকরি, নারী ও মেয়েদের ওপর বিশেষ মনোযোগসহ

আমরা খালি কথায় কথা বলি না। আমরা দৃঢ়তা থেকে কথা বলি, উত্তরাধিকার এবং উদ্দেশ্য দ্বারা সমর্থিত।

স্বপ্ন দেখা প্রতিটি মেয়ের জন্য আমরা রাষ্ট্রকে তার সঙ্গী করব, বাধা নয়। বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies