শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ও গোহাইল ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণকাজের লে-আউট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় ডেমাজানী কাছারি বাড়ি চত্বরে আমরুল ভূমি অফিস এবং বেলা ১২টায় জামাদারপুকুরে গোহাইল ইউনিয়ন ভূমি ভবনের আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে লে-আউট কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও এবিএম মনির, আমরুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান মাসুদ, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হাসান, সহকারী শিক্ষক অমল কুমার শাহা, আশুতোষসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভূমি অফিস ভবন নির্মাণের মাধ্যমে আমরুল ও গোহাইল ইউনিয়নের জনগণ সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।