মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “আমি কণ্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”, এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় কণ্যাশিশু পালিত হয়েছে।। দিবটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ, , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।