নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে রোপা আমন ধানের রোগ ও পোকা দমনের জন্য কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৭ই অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাটরা ইউনিয়নের থালতাপাড়া, খরনা, নাগড়া, মাধুকুড়ি ও মির্জাপুর এলাকার কৃষকদের মাঝে রোপা আমন ধানের বিভিন্ন রোগ ও পোকা দমনের বিষয়ে কৃষক সচেতনতা বৃদ্ধির লক্ষে করণীয় বিষয়ে অত্র এলাকার কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ভাটরা ইউনিয়ন ও ভাটরা ইউনিয়নের কুমিড়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার নাজমুল হক। ওই সময় কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল, ফরহাদ, জলিল, শরিফ, আলামিন, রঞ্জু, নাজিম, হায়দার, ফারুক, বাদশা,শহিদুল, মিজান, রেজাউল, আনোয়ার প্রমুখ। লিফলেট বিতরণকালে উপসহকারী কৃষি অফিসার নাজমুল হক বলেন এই সময় রোপা আমন ধানের বিভিন্ন রোগ-বালাই দেখা দেয়, তাই কৃষকের কষ্টে চাষকৃত ক্ষেতের ফসল রোগ ও পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য লিফলেটের নিয়ম-কানুনগুলো ভালভাবে পড়তে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাহলেই কৃষক তার উৎপাদিত ভালো ফসল ঘরে তুলতে পারবে। তিনি আরো বলেন রোপা আমন ধানের রোগ এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য উপসহকারী কৃষি অফিসারগণ সবসময় কৃষকের পাশে থেকে কৃষকের দোরগোড়া পর্যন্ত বিভিন্ন পরামর্শ প্রদান করে কৃষিসেবা পৌঁছে দিয়ে থাকে। ওই সময় কৃষকদের সাথে কথা বললে তারা জানান আমাদের ভাটরা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার নাজমুল হক তিনি সবসময় আমাদের পাশে থাকেন এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড় থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে তথা ফসল ভালো হবে এইসব পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়া যেকোনো সময় তাকে ডাকলে আমরা আমাদের কাছে পাই।