নওগাঁ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ পৌর এলাকার খিদিরপুর পূজা মন্ডপ প্রাঙ্গণে প্রায় ২০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক প্রবীর মিত্র। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খাত জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিন্টুর সৌজন্যে এসব শাড়ি ও লুঙ্গি অসহায় ও প্রয়োজনীয় মানুষের মাঝে বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।