সোনাতলা প্রতিনিধি: বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায় মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে। “আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখা জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইউ, তেকানী চুকাইনগর, জোরগাছা, মধুপুর, বালুয়া, সোনাতলা সদর ইউনিয়ন ও পৌরসভার ৪৯ টি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি উক্ত কথা বলেন। এছাড়া পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পূজা উদযাপন ফন্টের সভাপতি গৌড় চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ডাঃ মিনাল কুমার ঘোষ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।