রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপীর অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অনিয়ম,দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণ করতে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলাবাসী কর্তৃক আয়োজনের ব্যানারে রোববার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী ও আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খবিরুল ইসলাম। অন্যদের মধ্যে ইসলামী ব্যাংক এজেন্ট আত্রাই শাখার ইনচার্জ আসাদুল আল গালিব,বিশিষ্ঠ সমাজ সেবক মাস্টার ওসমান গনি,আত্রাই নতুন বাজার সমিতির সেক্রেটারী আবু শাহিন,সমাজ সেবক রায়হান কবীর ও রানা আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,নিয়ম ভঙ্গ করে একই কর্মস্থলে দীর্ঘ ৮বছর ধরে কর্মরত রয়েছেন ডা: রোকসানা হ্যাপী। ফলে হাসপাতাল পরিচালনায় নানা অব্যবস্থাপনা,অনিয়ম,দূর্নীতি,অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মে জরিয়ে পরেছেন তিনি। এতে হাসপাতালে চিকিৎসা সেবার মান ভেঙ্গে পরেছে। বক্তারা অভিযোগ তুলে আরো বলেন,অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি করানোর পরপরই এখানে চিকিৎসা না দিয়ে রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। তাই চিকিৎসা সেবার মানোন্নয়নে আগামী সাত দিনের মধ্যে তাকে অপসারণসহ বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী দিয়ে আত্রাই উপজেলাবাসী ডা: রোকসানা হ্যাপীকে অপসারণ করাতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপী বলেন,আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে মানববন্ধন করা হয়েছে। এছাড়া মানববন্ধনে যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন এই কর্মকর্তা। নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন,আজ (রোববার) ডা: রোকসানা হ্যাপীর বিরুদ্ধে একটি মানববন্ধন হয়েছে। ইতি মধ্যে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে অনিয়ম,দূর্নীতির সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।