গাবতলী বগুড়া প্রতিনিধি ঃ ২৭শে সেপ্টেম্বর ২০২৫ইং শনিবার বিকালে বগুড়া গাবতলীর সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজ মাঠে করিম মেম্বার ফাউন্ডেশন এর উদ্যোগে সুখানপুকুরে করিম মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সুখানপুকুর যুব সমাজের আয়োজনে দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুলু’র সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আহমেদ কলেজের প্রভাষক তানভীর আহমেদ সোহান, কলেজ গভর্নিং বডি সদস্য মাসিদুল হক মাসন্নবী, সরকারি অধ্যাপক রেজাউল কবীর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট মাহারুফ। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মোস্তাফিজার রহমান মোস্তা ও মিল্লাত হোসেন প্রমূখ। খেলায় গাবতলী ফুটবল দল বনাম সাবগ্রাম ফুটবল একাডেমি অংশগ্রহণ করলে গাবতলী ফুটবল দল বিজয়ী হন। শেষে সাবেক এমপি লালু বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।