দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃপাওয়ার ফিস এন্ড পোলট্রি ফিড লিঃ এর আয়োজনে দুপচাঁচিয়ায় বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার ডিলার ও খামারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭সেপ্টেম্বর শনিবার দুপুরে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় ডিলার সিরাজুল করিম মিন্টুর সভাপতিত্বে ও পাওয়ার ফিস এন্ড পোলট্রি ফিড লিঃ এর হেড অব সেলস্ শাহাদত আলম সোহাগ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাওয়ার ফিস এন্ড পোলট্রি ফিড লিঃ এর চেয়ানম্যান আনোয়ার হোসাইন শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাওয়ার ফিস এন্ড পোলট্রি ফিড লিঃ এর ডিরেক্টর আকিব মোস্তবা দিপ্ত, ডেপুটি ডিরেক্টর ডাঃ শাহনেওয়াজ আলম, ম্যানেজার রাশেদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক ফজলে আল লোহানী রিমন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ডিলার মাহবুল আলম সোহাগ, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেন, খামারী শামীম হোসেন, ইয়াছিন আলী, শফিকুল আলম প্রমুখ। সম্মেলনে পাওয়ার ফিস এন্ড পোলট্রি ফিড লিঃ এর পন্য পাওয়ার লেয়ার ফিড, পাওয়া ব্রয়লার ফিড, পাওয়ার সোনালী ফিড, পাওয়ার হাউজ ফিড, পাওয়ার ফিস ফিড ভাসমান, পাওয়ার ফিস ফিড ডুবন্ত, পাওয়ার ডেইরী ফিড ও পাওয়ার ক্যাটল ফিড এর গুনগত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।