গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান মকছেদিয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ২৪ শে সেপ্টেম্বর বুধবার বগুড়া গাবতলীর
মহিষাবান মকছেদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন ও আলিম প্রথমবর্ষের ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অত্র মাদ্রাসার হলরুম অধ্যক্ষ এ কে এম আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, মহিষাবান ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল। শিক্ষক আব্দুল্লা আল মাসউদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তরফ সরতাজ কামিল মাদরাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারি মৌলভী আইয়ুব আলী, ডাঃ আবুল কালাম আজাদ, মহিষাবান ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুজ্জামান, মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন, শিক্ষার্থী মেহেদী হাসান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, গাবতলী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, মহিষাবান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ লিটন মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ মোঃ হাসানুর রহমান হাসান, সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি মোশারফ হোসেন শাহিন। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।