আনন্দধারা নৃত্যকলা একাডেমি সিরাজগঞ্জের আয়োজনে দুই দিনব্যাপী নৃত্য উৎসব শুরু হয়েছে ২২ ও ২৩ সেপ্টেম্বর। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের প্রথম দিনে দেশের বরেণ্য সংগীত শিল্পী কনকচাঁপা উপস্থিত থেকে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন’ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মো. মাহাবুব হাসান সোহাগকে নৃত কলায় সংবর্ধনা দেওয়া হয়। মাহাবুব হাসান সোহাগ দীর্ঘদিন ধরে ‘আমরা ক’জন’ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান—বিশেষ করে নৃত্য ও গীতি নৃত্যনাট্যের পরিকল্পনা, পরিচালনা এবং নির্দেশনার দায়িত্ব পালন করে আসছেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার নৃত্য পরিচালনায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে