বগুড়া শহরের চকসূত্রাপুর পশ্চিমপাড়ায় পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের জায়গাতে জোড়পূর্বক ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২০সেপ্টেম্বর শনিবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মো: সাখাওয়াত হোসেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, চকসুত্রাপুর পশ্চিমপাড়া এলাকার আমার প্রতিবেশি সম্পর্কে জ্যাঠাতো ভাই মৃত লোকমান শেখ এর পুত্র মিঠুন শেখ পৌর প্লান বর্হিভূত চলাচলের জন্য রাস্তা না রেখে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে অবৈধভাবে রাস্তার সীমানার মধ্যে প্রবেশ করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি তাকে নিষেধ করা সত্ত্বেও সে কোন কথা কর্ণপাত করছে না। সে আইন ও নিয়ম ভঙ্গ করে আমাদের চলাচলের জন্য জায়গা না রেখেই জোড়পূর্বক নির্মাণ কাজ চলমান রাখলে আমি গত ০৬-০৯-২৫ইং তারিখে ৪নং ওয়ার্ড অফিসে লিখিত অভিযোগ দেয়। এরই পরিপ্রেক্ষিতে পৌরসভা গত ০৭-০৯-২৫ইং তারিখে বিবাদীকে নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করে, এবং ১৬-০৯-২৫ইং তারিখে শুনানীর দিন ধার্য করে। পৌরসভা থেকে কাজ বন্ধের নোটিশ প্রাপ্তির পরদিন থেকেই তারা বাসায় ডিল ছুড়ে মারা ও মেইন গেটে তালা মারা সহ আমার পরিবারের উপর বিভিন্নভাবে শাষান ও নাজেহাল করে যাচ্ছে। এরপর গত ১৬-০৯-২৫ইং তারিখে বিকাল শুনানী শেষে পৌরসভা থেকে বিবাদীকে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু পৌরসভার নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কোন কিছুর তোয়াক্কা না করে এই মিঠুন নির্মাণ কাজ চালিয়েই যাচ্ছে। নির্মাণের কাজের প্রতিবাদ জানালে মিঠুন, খোকন, সনি, জুয়েল ও কলি সহ আরো অন্যান্য সদস্যরা আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তারা বলছে তোরা তো সংখ্যালঘু, আমাদের সাথে পারবি না, এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোদের হাত পা ভেঙ্গে ফেলা সহ খুন জখম করা হবে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটাতে পারে বলে আশংকা প্রকাশ করছি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সমস্যা সমাধান দাবি করছি।