বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের কথা চিন্তা স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন দেশের জন্য। জেড ফোর্স গঠন করেছেন। আমরা কোন অবস্থাতেই ৭১কে অপমানিত হতে দিতে পারি না। বাংলাদেশ স্বাধীনের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। যারা পাক বাহিনীর সাথে ষড়যন্ত্র করে এদেশের নিরস্ত্র জনগণ ও মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিয়েছে বাড়িঘরে গিয়ে আগুন জ্বালিয়েছে গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আমরা ভুলতে পারিনা। অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ দেখেনি তাদের বলতে চাই ৭১ এর মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। একাত্তরের মধ্যে দিয়েই দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পতাকা পেয়েছি। ৭১ কে আমরা যেভাবে সম্মান শ্রদ্ধা জানাই তেমনি ২৪ কেও আমরা সেই সম্মান জানাবো। ২৪ সালে আগষ্ট বিপ্লবে বাংলাদেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। আসছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে অতীতের মতো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে সব সময় থাকবে। তিনি ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু। ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবর রহমান বকুল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অভি। এতে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোল্লা, জেলা যুবদলের স্বাস্থ্য সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইনছান আলী, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল আলম, সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান উৎসব প্রমুখ।