দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আদর্শ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহীনুর রহমান শাহীন এর ৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর বুধবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর, পলাশ, রতন, আতাউর রহমান মিঠু, মোসাব্বির সম্রাট, আশরাফুল ইসলাম, মাসুদ পারভেজ, মেহেদী হাসান ফরেন, শামীম হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, যুবদলের নেতা মিজানুর রহমান, ইয়াছিন আলী, সারোয়ার হোসেন, রফিকুল ইসলাম, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, শহীদুল ইসলাম, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। স্মরণ সভার পূর্বে উপজেলা জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের পিতা আব্দুল বাছেদ, ছেলে সুপ্ত, যুবদল নেতা মোবাদুননবী তিতাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।