বগুড়ার প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্য উৎপাদন প্রতিষ্ঠান আকবরিয়া গ্রুপের পক্ষ থেকে বগুড়া প্রেস ক্লাবকে একটি কফি মেকার উপহার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের নিকট এ কফি মেকার হস্তান্তর করেন আকবরিয়া লিমিটেডের পরিচালক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহ আলম শেখ মুক্তার, আকবরিয়া লিমিটেড এর অফিসার (যোগাযোগ) আব্দুল মোমিন, ম্যানেজার মোঃ রিপন আহমেদ, সিনিয়র এডমিন আকিনুর রহমান রাসেল প্রমুখ।