বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার পল্লীতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া হিন্দু পাড়ায় অবস্থিত পলাশ চন্দ্র প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া- দাওয়া শেষে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক দেড় থেকে ২ টার সময় ডাকাত দলের ১০ /১৫ জন সদস্য বাড়ির প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে থানা থেকে এসেছি বলে তার বাড়ির ভিতরের দরজায় কড়া নাড়তে থাকে। পলাশ চন্দ্র ঘুম থেকে জেগে দরজা খুলে দিতেই ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরের ভিতরে প্রবেশ করে তার স্ত্রী ও সন্তানকেও জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা নিয়ে পলাশ চন্দ্রের স্ত্রী কে অস্ত্রের মুখে নিয়ে বাড়ির অপর প্রান্তে পলাশ চন্দ্রের ছোট ভাই পবিত্র চন্দ্রের ঘরে গিয়ে তাদেরকে ডেকে তুলে তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের ভিতরে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণালংকার, একটি দামী মোবাইল ফোন লুট করে নিয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তারপর তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দেখে ঘরের মেঝেতে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে আর বাড়ির লোকজন কান্নাকাটি করছে। খবর পেয়ে পরদিন সকালে থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরে নওগাঁ জেলা পুলিশ সুপার সামিউল সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই ডাকাতদলের সদস্যরা আটক হবে বলে তিনি মন্তব্য করেন। এই ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।