পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে নুরুল ইসলামঃ পলাশবাড়ীর পল্লীতে পূর্ব শত্রুতার ও মামলা মোকদ্দমা চলায় বাদীর উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার কিশোরগাড়ী ইউপির কাশিয়াবাড়ী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ী গ্রামের ইউসুব আলী ছেলে মীর হোসেনের সাথে একই গ্রামের তছিম উদ্দিনের ছেলে আঃ রউফের র্দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর সোমবার বাদী মীর হোসেন বিবাদী রউফের বাড়ীর পার্শ্বে কাট মিস্ত্রির কাজ করতে যায়। এ খবর পেয়ে বিবাদী রউফ মীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অত্র দিয়া কোপ মারলে সৌভাগ্য বসত মীর হোসেনের ডান হাতের কবজির উপর হাড় মাংস কাটা জখম হয়। পরে স্থানীয় রক্তাক্ত মীর হোসেনকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকি]সা দেয়। বর্তমানে মীর হোসেন স্থানীয় ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে আরো জানা যায়, ইতিপূর্বেও বিবাদী আঃ রউফ গংরা মীর হোসেনের উপর হামলা করলে গাইবান্ধা আদালতে একটি মামলা দায়ের করে। সে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
মীর হোসেন জানান, উল্লেখিত রউফ সবসময়ই তাকে খুন-জখম বা হত্যা করবে বলে হুমকি-ধামকি প্রদর্শন করে আসছে। বিবাদী আরো বলে যতদিন তুই বেঁচে থাকবি সুযোগ পেলেই তোকে দুনিয়া থেকে চির বিদায় করে দিব। এই এক পর্যায়েই পুনরায় তার উপর হামলা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল।