বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ঈদ ই – মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষ্যে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল এর আয়োজনে হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের শ্রেনীকক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।