সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে প্রেসিডেন্ট হবেন বেগম খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। আগামীদিনে এদেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। বিএনপির নেতৃত্বে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি একটি জনপ্রিয় কল্যাণমূলক রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি রাজপথের সংগঠন। বিএনপি বিগত দিনেও রাজপথে ছিল, বর্তমানেও রাজপথে আছে এবং আগামীদিনেও রাজপথে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিশাল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। সমাবেশের পরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে সোনাতলা পৌর সদরে শহিদ সৈকত চত্বরে বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি সাবেক এমপি লালু আরো বলেন, বিগত ১৭ বছরে পিছিয়ে পড়া দেশকে এগিয়ে নিতে এবং ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোকে মেরামত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতে প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির মধ্যে সংবিধানগত সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ার মতো দিকসমূহ উঠে এসেছে। ৩১ দফা এক ধরনের আধুনিকায়ন ও প্রতিষ্ঠান শক্ত করার রূপরেখা দেয়, কিন্তু এই রূপরেখা কার্যকর করার জন্য সময়সীমা, বাস্তবায়ন কৌশল ও স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি প্রয়োজন। আজ এই ৩১ দফা কর্মসূচি জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে।

সমারেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ডা. শাহ্ মোহাম্মদ শাহজাহান আলী, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম। বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন। উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মনি-পঞ্চায়েত ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি নেতা মহিদুল ইসলাম রিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. হুমায়ন কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটির যুগ্ম সম্পাদক গাজী শায়লা মুক্তা, পৌর বিএনপির সহ-সভাপতি আহসানুল মোমেনীন সোহেল, আবু সুফিয়ান পলিন, জহুরুল ইসলাম মন্ডল শেফাসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।