স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরন সহ ৫দফা দাবীতে বগুড়ায় মানববন্ধন শেষে অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছেন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখা আয়োজিত এ মানব বন্ধনে অংশ নেন বগুড়া জিলা স্কুল , বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার অন্যান্য সরকারী স্কুলের শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তাগন। মানবন্ধন চলাকালে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, ৫ দফা দাবী বাস্তবায়নে সরকারের অতিরিক্ত কোন অর্থ ব্যয় হবে না। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উচ্চ মাধ্যমিক থেকে আলাদা করতে হবে। কারন এই অধিদপ্তরে যে বাজেট বরাদ্দ সরকার দেয় তার ৯০ ভাগই উচ্চ মাধ্যমিকে চলে যায়। ফলে মাধ্যমিক শাখা বন্চিত থেকে যায়। এ সময় বক্তব্য দেন বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এবিএম নাজমুল হক, জেলা সহকারী শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, সিনিয়র সহকারী শিক্ষক ফরিদা বেগম , দীপা ফারজানা, সাবরিনা আকতার ,রতন কুমার মোহন্ত, লোকমান হোসন, হাফিজুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ। শেষে ৫দফা দাবী সম্বলিত স্বারকলিপি বগুড়া জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়।