মহাদেবপুর (নওগাঁ)সংবাদদাতা : রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দলিত সম্প্রদায়ের দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা এ্যাডভোকেসী প্লাট ফরমের উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী প্লাট ফরমের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপেিত্ব অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সুধীর তির্কী, জেলা সভাপতি আমিন কুজুর , আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নিবার্হী পরিচালক দীপংকর লাকড়া, নারী নেত্রী নিতি উরাও, দলিত সম্প্রদায়ের নেতা শংকর রবিদাস, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ প্রমুখ। বক্তারা মব সৃষ্টি করে ওই দুই ব্যাক্তিকে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান। পরে একই দাবীতে জেলা প্রসাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে সা¦ারকলিপি প্রদান করা হয়।