হিলি( দিনাজপুর) প্রতিনিধি: সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছে।রবিবার সাড়ে ৩টায় ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দেয়। এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে । আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে। প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলারে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে। সবশেষে চলতি বছরের ৩ই মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরের ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।