বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় দোওয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা প্রমুখ। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সফলতা কামনা করে, দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । এসময় অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।