মহাদেবপুর (নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে কারেন্ট জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার । সরকার অনেক আগেই এই কারেন্ট নিষিদ্ধ করলেও মহাদেবপুরে এর ব্যবহার বন্ধ হয়নি । সচেতনতার অভাবে এখানকার জেলেরা এখনো এই জাল ব্যবহার করছে । আত্রাই নদীর মহিষ বাথান থেকে পাঠাকাটা পর্যন্ত সীমানার রামচন্দ্রপুর,মধুবন, লক্ষনপুর,দোহালী, ভোলাবাজার সহ বিভিন্ন স্থানে অবাধে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার চলছে বলে অভিযোগ পাওয়া গেছে । কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের ফলে পোনা মাছ ও অনেক জলজ প্রাণী ধ্বংস হচ্ছে । এতে পরিবেশের মারাত্নক ক্ষতি হচ্ছে । পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন বিবিসিএফ এর সহ সভাপতি মো: হেবজুল বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে অনেক উপকারী পোকা মাকর মারা যায় এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । পরিবেশের ভারসাম্য রক্ষায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধের জন্য তিনি প্রশসনের হস্তক্ষেপ কামনা করেন । এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , কারেন্ট জাল দিয়ে মাছ শিকার না করার জন্য বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা ও অভিযান পরিচালনা করা হচ্ছে ।