বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে উপজেলা পরিষদের সামনের রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে পথচারীরা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যান চলাচলের বিঘ্ন ঘটে। এমনকি দূর্ঘটনার ঘটনাও প্রায়ই ঘটে। এই দৃশ্য প্রতিনিয়ত হলেও যেন কেউ দেখার নেই। রাস্তাটির পশ্চিম পার্শ্বে উপজেলা পরিষদ কমপ্লেক্স, পূর্ব পার্শ্বে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল, উত্তর পার্শ্বে সদর ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ ডাকবাংলো অবস্থিত। এমন জন গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় যেন কারো কোনো মাথা ব্যথ্যা নেই। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের। তাঁদের বার বার বলা হয়েছে। কিন্তু দৃশ্যমান কাজ হচ্ছেনা। সড়ক ও জনপথ বিভাগের নওগাঁ জেলা কার্যালয়ে গিয়ে কথা বললে তাঁরা বলেন, রাস্তাটি প্রশ্বস্ত করা হবে। আইনি জটিলতার কারণে কাজে বিলম্ব হচ্ছে। এই বিলম্ব কত দিনের এই কথা জিজ্ঞাসা করলে তাঁরা সদুত্তর দিতে পারেন নাই। এলাকাবাসী যত দ্রুত সম্ভব রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।