মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে উত্তরগ্রাম ব্লাড সার্কেলের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে ।গত বৃহস্পতিবার উত্তরগ্রাম দারুস সালাম কওমি হাফেজিয়া মাদ্রাসা ও উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয় । উদ্বোধনী দিনে ৪০ টি বৃক্ষ রোপন করা হয় । এর মধ্যে ৩৫ টি ছিল সৌর্ন্দয বধর্ক পাতা বাহার ও দেবদারু এবং ৫টি বকুল গাছ ।এ কমসূচির উদ্বোধন করেন উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সভাপতি প্রকৌশলি মো: আরাফাত হোসেন শামীম ।এ সময় উপস্থিত ছিলেন উত্তরগ্রাম ব্লাড সার্কেলের সাধারন সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক বায়তুল মামুর সোহাগ, সদস্য রিফাত,ইমরান,তৌহিদ , সুমন , রায়হান,আহসান, শান্ত প্রমুখ ।