মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রকট হয়েছে । চিকিৎসকের অবাবে সরকারী এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাতেও কথা উঠে এ হাসপাতালের চিকিৎসক সংকট নিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে ২০০৫ সালে ৩১ শয্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও দীর্ঘ দিনেও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। অনুমোদিত জনবল কাঠামোর অর্ধেকেরও কম জনবল দিয়ে বছরের পর বছর চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। এ ছাড়া এ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিন, এমবুলেন্স বেশির ভাগ সময়ই নষ্ট থাকে বলে অভিযোগ করেন রোগীরা। শূন্য পদগুলো পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোন কাজ হয়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম।