বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ। ১৮ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় পরিবার বর্গের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচীর শুরুতে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে নিম গাছের চারা রোপণ করা হয়। পরে আলতাফুনেছার খেলার মাঠ ও শহরতলী শাকপালা ওয়ার্কিং পার্কে এই বৃক্ষ রোপণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: শাহ মো: শাজাহান আলী, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বকারী সাংবাদিক কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, আব্দুল গফুর দারা, শামীম, রাকিবুল ইসলাম শুভ আল-আমিন ও উজ্জ্বল।

আপরদিকে জেলা যুবদল, জেলা স্বেচ্ছসেবকদল, জেলা ছাত্রদল ও শহর যুবদল শহরের বিভিন্ন স্কুলমাঠে ঈদগাহ ময়দানে, পার্কে বৃক্ষরোপণ করেন। এদিকে বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভা সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, শাহাদত হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারসহ বিএনপির নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
