মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: শিক্ষার্থীদের মাঝে সততা চর্চার লক্ষ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুর্র্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগিতায় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো: আলী হায়দার এ দুটি সততা স্টোর উদ্বোধন করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: আজাদুল ইসলাম আজাদ, চান্দাশ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে ফারুক হোসেন, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোলাইমান আলী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।