নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা, এটা কি মহাপাপ। আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটাই মনে হচ্ছে। তারা নানাভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু কেন?
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ফাসিস্টের দোসররা তো এখনো সরকারের মধ্যে ঘাপটি মেরে আছে। তিনি বলেন, আমরা চেয়েছি অন্তবর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে, একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন দিবে। এ নির্বাচনকেই তো আটকে রেখেছিল শেখ হাসিনা। নির্বাচনই তো ভোটার দিতে যেতে পারিনি। এই নির্বাচন নিয়েই তো আমাদের ১৫ বছর ধরে যত প্রতিবাদ, আন্দোলন-সংগ্রাম। নির্বাচনকেই একতরফা করার জন্য দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ।