ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল পৌর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। ২১ মে বুধবার বিকেল ৪টায় পৌর সদরের শাহপাড়ায় ৫ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে পৌর ভবন নির্মন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, পৌর ইঞ্জিনিয়ার আফতাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ, পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, পৌর জামাতের রাজনৈতিক সচিব এহতেসামুল হক স্বয়ন প্রমূখ। নির্মান কাজটির দায়িত্ব পেয়েছেন খুলনা দৌলতপুরের মেসার্স এম আই ট্রের্ডাস প্রোপাইটার ইদ্রিস আলী।