পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়া ক্যাম্পের সদস্যরা।১৭ মে শনিবার সন্ধ্যায় সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ফসলি মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন– রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রদীপ মহন্তের ছেলে জীবন মহন্ত (২২) এবং নবদ্বীপ রায়ের ছেলে সিদ্ধান্ত রায় (২৪)। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া বিওপির সুবেদার মোঃ জহুরুল হক জানান, তিনি সহ তার সঙ্গীয় টহল সদস্যগণ সীমান্তে টহলরত থাকাকালীন সময়ে উপজেলার কয়া নয়াপাড়া গ্রামের সন্নিকটে মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ফসলি মাঠে সন্দেহজনক ভাবে ভারত অভিমুখে অগ্রসর হওয়ার তাদের আটক করে। পরবর্তীতে তাদের নিকট বৈধ পাসপোর্ট ও বিদেশ যাত্রার কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ ঘটনায় ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়।