আমিনুল ইসলাম হিরো সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুমোদনহীন অবৈধ এক অটো রাইস মিলের বর্জ্য ও ছাই যুক্ত কালো ধুঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। মিলটির ব্যপারে প্রয়োজনিয় প্রতিকার চেয়ে বার- বার লিখিত অভিযোগ করেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ভুক্তভোগীর অভিযোগের পর একাধিকবার পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সরেজমিনে ওই রাইস মিলের বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোঁয়ায় ফসলের ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়েও অদৃশ্য জারণে প্রয়োজনিয় ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন।
বিভিন্ন দফতরে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজারের অদূরে ফসলি জমিতে ঘনবসতি ও স্কুলের পাশেই অবৈধ ভাবে রিয়া অটো রাইস মিল স্থাপন করেছে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা। পরিবেশ অধিদপ্তরের নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ফসলি জমির পাশে মিল কারখানা হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি, দুর্গন্ধযুক্ত পানি, মিলের নির্গত ধোঁয়া, বর্জ্য ও উড়ন্ত ছাইয়ের কারণে নিকটবর্তী গাছপালা, কৃষকের ধান ও ফসলের ক্ষতিসহ ব্যপক ভাবে নষ্ট হচ্ছে ওই এলাকার পরিবেশ।
জার ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শিক্ষা ও এলাকার বসত বাড়ি গুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো কাজ হয়নি বলে জানান ভুক্তভোগী সোহাগ সরকার। তিনি আরো জানান, লিখিত অভিযোগ দেওয়ার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান৷ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ খান গত বছরের ২৭ নভেম্বর অভিযোগের বিষয়ে শুনানী করেন। কিন্তু তদন্ত প্রতিবেদনের আলোকে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই। অভিযুক্ত রিয়া অটো রাইস মিলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করেন সিরাজগঞ্জ জেলার সহকারী কমিশনার মো.ফজলে রাব্বি। কিন্তু তার পরেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আব্দুর রউফ জানান, অভিযুক্ত রিয়া অটো রাইস মিলের কর্তৃপক্ষ যদি পরিবেশ অধিদপ্তরের নিয়মকানুন না মেনে চলে এবং পরিবেশসহ ফসলের ক্ষতি করে তবে বিষয়টি প্রশাসনকে অবগত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, অভিযুক্ত রিয়া অটো রাইস মিলের বিষয়ে আগামী ২৮ তারিখ শুনানি আছে। শুনানি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার মোঃ ফজলে রাব্বি বলেন, এখন আমি এই দায়িত্বে নাই। বিষয়টি নিয়ে অভিযোগ শাখায় যোগাযোগ করতে পারেন। অভিযোগ শাখায় যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম জানান, অভিযোগের পর ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করা হয়েছে। সেই সাথে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।