পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে।’ বৃহস্পতিবার (৮ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে ভারত কিভাবে এ সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে, পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। অপরদিকে ভারত দাবি করেছে, পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।
উল্লেখ্য, ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে হামলা চালায় ভারত।