বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে’র দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে রসুল স্মৃতি সংঘকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। দিনের অপর ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টসে জিতে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব রসুল স্মৃতি সংঘকে ব্যাট করতে পাঠায়। মারুফের ৫৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৫৫ রান। পাপ্পু ২৬ এবং সাকাওয়াত ২০ রান করেন। শফিক ৪টি, নোমান ৩টি এবং মিথুন ১টি উইকেট শিকার করেন। জবাবে নোমানের অপরাজিত ৫২ রানে ভর করে সোনারগাঁ স্পোর্টি ক্লাব ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়। মাহির দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন। সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের নোমান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি রবিতরন করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল। এসময় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি, আম্পায়ার ফিরোজ ও সিরাজুল ইসরাম সাজুসহ ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন। এদিকে, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী বনাম এ জেড স্পোর্টিং ক্লাবের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারের নির্ধারিত ব্রাইট স্টার ক্লাব বনাম মালতিনগর ওয়ারিয়র্সের ম্যাচটি শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।