মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস। সারাদেশের ন্যায় রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়। দিবসটির এ বারের প্রতিপাদ্য- “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”। সোমবার (২৮ এপ্রিল) সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র্যালিটি জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে শুরু হয়ে ডিসি অফিস মোড় ঘুরে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে এসে শেষ হয়। র্যালিতে রাজশাহীতে কর্মরত সকল বিচারক, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ জিপি, বিজ্ঞ পিপি, প্যানেল আইনজীবীগণ, সুবিধাভোগীগণ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠণসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। র্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় লিগ্যাল এইড দিবসের তাৎপর্য সম্পর্কে মুক্ত আলোচনা ও আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহীর জেলা লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) মোঃ আরিফুল ইসলাম। তিনি জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য এবং রাজশাহী জেলায় সরকারী আইন সহায়তা কার্যক্রমের অগ্রগতি ও ধারাবাহিক কর্মকাণ্ড তুলে ধরেন।
তিনি বলেন, রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত ১৬,১২৪টি মামলায় সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে মামলা নিস্পত্তি হয়েছে- ১২,৩৫২টি, মামলা চলমান আছে-৩,৩৭২টি। ২০১৭ সাল হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত ৪,৭২৭ জন আইনি পরামর্শ গ্রহণ করেছে। ২০১৬ সাল হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য (এডিআর) আবেদন করেছেন- ২,২০৫ জন। যার মধ্যে নিস্পত্তি হয়েছে-২,০৬৬টি, চলমান রয়েছে- ১৩৭টি এবং এডিআর এর মাধ্যমে টাকা আদায় করা হয়েছে- ৩,৬২,৮৪,০৫৭/- (তিন কোটি বাষট্টি লক্ষ চুরাশি হাজার সাতান্ন) টাকা। সভাপতির সমাপনী বক্তব্যে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস সরকারি আইনগত সহায়তা বিষয়ে বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার সকল জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। দরিদ্র জনগণের আইনী সহায়তা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সরকার লিগ্যাল এইড অফিসার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী, জারিকারক, পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মী পদ সৃষ্টি করেছে। জেলা ও দায়রা জজ মহোদয় লিগ্যাল এইড কার্যক্রমে সকলের অংশগ্রহণ জরুরী বলে জানান এবং দরিদ্র মানুষের আইনগত অধিকার প্রাপ্তিতে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করার আহবান জানান। বিশেষত চলমান মামলার জট নিরসনে আপোষ-মিমাংসার মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) এর গুরুত্ব তুলে ধরেন। আইনগত সহায়তা দিবসের গুরুত্ব অনুধাবন, আইনগত সহায়তা প্রদান আইন কার্যকরীকরণ এবং আইনগত সহায়তা কার্যক্রম কে আরও গতিশীল করার আহবান জানিয়ে ২০২৫ সালের সেরা প্যানেল আইনজীবীকে ক্রেস্ট প্রদান করেন। এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন এডভোকেট সালেহা পারভীন ডলি। সর্বশেষ তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।