আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস জমি দখল করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সোমবার উপজেলা নিরর্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মিদুল ইসলাম নামে এক বাসিন্দা । উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের নজাবত আলী শেখের ছেলে ফেরদৌস আলী খাস খতিয়ান ভুক্ত ১২০ শতক সরকারি জায়গা সমিতির নামকরে জোড় পুর্বক অবৈধ ভাবে দখল করে পুকুর খনন ও মাটি বিক্রি করে চলেছে। বিষয়টি চান্দাইকোনা ইউনিয়ন সহকারী ভূমি ( নায়েব) কে অবগত করলে তিনি সরেজমিন তদন্ত পূর্বক মাটি কাটা ও পুকুর খনন কাজ বন্ধ করে দেন। ঈদের ছুটি থাকায় নায়েবের নির্দেশ অমান্যকরে পুনরায় মাটি কাটার কাজ শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের কয়েকজন বলেন, সরকারি ওই খাস সম্পত্তিতে পুকুর খননের বিষয়টি প্রথম থেকেই স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস জানতো। কিন্তু রহস্যজনক কারণে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন স্থানীয়রা। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পুকুর খননকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।