1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি দলের শীর্ষ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: বিএনপি প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে : ড. ইউনূস বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত সহিংসতা বন্ধ করে কল্যাণের রাজনীতির পক্ষে দাঁড়াতে চাই-ডা: শফিকুর রহমান বগুড়ায় আসছেন তারেক রহমান বইছে উৎসবের আমেজ বগুড়াতে বিএনপির বাহিরে অন্য প্রার্থীকে ভোট দিবেনা মানুষ-ভিপি সাইফুল মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে ১০৮টির মধ্যে ৭০টি অবৈধ

গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী আজ ধর্মঘটের ডাক ফিলিস্তিনিদের

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

মার্কিন মদদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পৈশাচিকতা মানবসভ্যতাকে কলঙ্কিত করেছে। অবরুদ্ধ ভূখণ্ডটি পরিণত হয়েছে পৃথিবীর মাঝে একখণ্ড নরকে, বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা উপত্যকা। গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। এরই প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের জাতীয় ও স্বাধীনতাকামী ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো। আলজাজিরা, ওয়াফা, জেরুসালেম পোস্ট ও বিবিসি। এ দিকে দখলদার বাহিনীর নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে আরো অন্তত ৪৬ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ১৮৪ জন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ নিয়ে গত ১৭ মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সাথে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছে।

অন্য দিকে গত ২৩ মার্চ গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী তাদের দায় স্বীকার করেছে। তা ছাড়া গাজায় ইসরাইলি আগ্রাসনে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শিশুরা। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ১৭ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। জাতিসঙ্ঘের ত্রাণ ও শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরাইলের সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে।

এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরাইল। এরই মধ্যে দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাগ করিডোর স্থাপন করেছে দখলদার রাষ্ট্রটি। অপর দিকে গাজা নিয়ে সমালোচনার জেরে দুই ব্রিটিশ এমপিকে আটকের পর তাদের ব্রিটেনে ফেরত পাঠিয়েছে ইসরাইল। এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি এবং জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে গাজার পরিস্থিতি নিয়ে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

নো ওয়ার্ক নো স্কুল : ফিলিস্তিনের ওয়াফা নিউজ জানিয়েছে, গাজায় গণহত্যার প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। গতকাল রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনের জাতীয় ও স্বাধীনতাকামী দলগুলো বিশ্বব্যাপী এই ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে। প্রতিরোধের কণ্ঠস্বর উত্থাপন এবং ইসরাইলি বাহিনীর দ্বারা সংঘটিত ভয়াবহ গণহত্যা ও অপরাধ তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হয়েছে ওই বিবৃতিতে। এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশু ও মহিলাদের হত্যা এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসলীলা। বিবৃতিতে ইসরাইলি আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে একত্রিত করার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিনিদের অধিকারের জন্য জবাবদিহিতার দাবি অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেয়া হয়েছে।

ইসরাইলের দায় স্বীকার : গত ২৩ মার্চ রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) একটি অ্যাম্বুলেন্স, জাতিসঙ্ঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকের বহরের ওপর ইসরাইলের সৈন্যরা গুলি চালালে ১৫ স্বাস্থ্যকর্মী নিহত হয়। ইসরাইলের সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল, অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ি বহরটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিল।

আর গাড়িগুলোর চলাচলের বিষয়ে আগে থেকে ইসরাইলের সেনাবাহিনীর সাথে সমন্বয় করা হয়নি বা তাদের জানানো হয়নি। সর্বশেষ নিহত প্যারামেডিকদের একজনের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে, আহতদের সাহায্য করার জন্য ডাকাডাকির সময় যানবাহনগুলোতে আলো জ্বালানো ছিল। ইসরাইলের সেনাবাহিনী আইডিএফ স্বীকার করেছে, সৈন্যরা গুলি চালানোর সময় গাড়ি বহরে থাকা মানুষরা নিরস্ত্র ছিলেন।

রাফাহ শহর বিচ্ছিন্ন : যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাগ করিডোর স্থাপন করেছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত বুধবার নতুন এই করিডোরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়, মোরাগ ছিল একটি ইহুদি বসতি, যা রাফাহ ও খান ইউনুসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, করিডোরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে। গত শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার নতুনভাবে গঠিত একটি নিরাপত্তা করিডোরে তাদের ৩৬তম ডিভিশনের সেনাদের মোতায়েন করা হয়েছে। তবে করিডোরটি ঠিক কোথায় এবং কত সেনা মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মিসরে গাজা সম্মেলন : এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো লেখেন, ‘গাজার জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় এবং প্রেসিডেন্ট আল-সিসির আমন্ত্রণে আমার কায়রো সফরের সময় আমরা মিসরের প্রেসিডেন্ট ও জর্দানের বাদশাহর সাথে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব।’ ফরাসি প্রেসিডেন্ট রোববার সন্ধ্যায় কায়রোতে পৌঁছান। আজ সোমবার সকালে তিনি মিসরের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। ম্যাঁক্রোর কার্যালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনটি একই দিনে মিসরের রাজধানীতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ম্যাঁক্রো গাজা থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) পশ্চিমে মিসরের আল-আরিশ বন্দরও পরিদর্শন করবেন। সেখানে তিনি মানবিক ও নিরাপত্তা কর্মীদের সাথে দেখা করবেন এবং ‘যুদ্ধবিরতির পক্ষে অবিরাম প্রচেষ্টা’ চালাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies