বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহস্রাধিক গরীব, দুঃখী ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ সকাল ১০ টা থেকে মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি। এই জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এলাকাবাসীর ঈদ আনন্দময় করতে এই ঈদ বস্ত্র বিতরণ করা হচ্ছে। যেন এলাকার জনগণ খুশিতে ঈদ উদযাপন করতে পারে। এরপর তিনি একে একে উপস্থিত সহস্রাধিক মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেন। এই বস্ত্রগুলে পেয়ে অনেকে আবেগে আপ্লূত হয়ে পড়েন।#