আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাঁড়া ইউনিয়নের নিমগাছী উদয়দিঘী (পাকার মাথা) রোড থেকে শালিয়াগাড়ী বাজার পর্যন্ত সড়কটি এলাকাবাসীর কাছে এক আতঙ্কের নাম। সন্ধ্যা নামলেই ভংয়কর হয়ে ওঠে এই সড়ক। এই সড়কের নির্দিষ্ট একটি পয়েন্ট উদয়দিঘী বড় ব্রিজ এলাকা যেন দুর্বৃত্তদের অভয়াশ্রম হয়ে উঠেছে। এই সড়কদিয়ে এখন দিনের বেলায়ও চলাচল করতে ভয় করে মানুষ। ধামাইনগড়, ও তাড়াশ এলাকার দেশিগ্রাম সহ শেরপুর উপজেলার ভোবানীপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচলকারী এই সড়কটি যেন আতঙ্কের আঁতুর ঘরে পরিনত হযেছে। এই সড়কে চলাচলকারী অনেকেই চুরি, ছিনতাই, হামলার কবলে পড়ছে। হরহামেশাই টাকা মোবাইল, সাইকেল, মোটরসাইকেল, অটো ভ্যান গাড়ী, ট্রাক, পিকাপ ডাকাতি এবং মহিলাদের সোনার গহনাসহ বিভিন্ন মালামাল ছিনতাইয়ের ঘটনা হরহামেশা ঘটেই চলছে। আশেপাশে জনবসতি না থাকায় দুর্বৃত্তরা এই রাস্তায় আগে থেকেই ওঁতপেতে বসে থাকে। সুযোগ মত কাছে আসলেই হামলা করে। এই সড়কের বড় ব্রিজের নিকট ইতিপুর্বে কয়েকজন পথচারী সহ অটো ভ্যান চালককে হত্যার ঘটনা ঘটেছে। এছারা অর্ধ শতাধিক পথচারীর মালামাল সহ যানবাহন ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা । সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারী সন্ধারাতে জনৈক ভ্যান চালকের ১ টি অটোভ্যান ছিনতাই হয়েছে বলেও খবর পাওয়াগেছে। সন্ধ্যা ৭ টার পরে এই রাস্তায় ভ্যান রিক্সার মতো ছোট কোন যানবাহন চলাচল তেমন চোখেপড়ে না। যার ফলে অধিকাংশ সময় সন্ধ্যা নামলেই এই এলাকার লোকজনকে ৫ থেকে ৭ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলতে হয়। অসুস্থ্য রোগী হাসপাতালে নিতে চরম ভোগান্তী পোহাতে হয়। স্থানীয়দের মতে এই সড়কে প্রায় ২৫থেকে ৩০ বছরের ধারাবাহিক চুরি ছিনতাই বন্ধে কার্যকরী তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, এসব ছিনতাই রোধে এর আগেও অনেকবার পুলিশকে জায়গাটির বিষয়ে বলা সত্ত্বেও তেমন কোন সমাধান মেলেনি। রাতে পুলিশ কোন এক অজানা কারণে সেখানে যেতে চায় না বলেও অভিযোগ করেছেন একাধিক ব্যক্তি। কোন ঘটনা ঘটলে দু ‘এক সপ্তাহ টহল দিয়ে অজানা কারনে আবার তা বন্ধ করে দেন। আবার পুলিশ টহলে গিয়ে নিমগাছী অথবা শালিয়াগাড়ী বাজারে কিছু সময় অবস্থান করে চলে আসেন, মূল পয়েন্টে যায় না। সচেতন মহলের দাবি ছিনতাই রোধে সড়কে লাইটিং ব্যবস্থা, পুলিশ বক্স স্থাপনসহ পুলিশ টহল অব্যাহত রাখলেই এই রাস্তার ছিনতাই, ডাকাতিরমতো ঘটনা অনেকেংশেই হ্রাস পাবে। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
আসাদুজ্জামান আসাদ জানান, আমি এখন পর্যন্ত এই ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তাছাড়া প্রতিদিন রাতে আমি নিজেও টহল দেই,পাশাপাশি নিমগাছী টু শালিয়াগাড়ী,ধামাইনগর রোডে পুলিশের টহল চলমান আছে।