বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, ১৬ মার্চ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আতিয়া খাতুন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মিঠাপুর ইউনিয়নের এস.এফ নামক ইট ভাটায় অভিযান চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু প্রয়োজনীয় কোন কাগজপত্রই দেখাতে পারেন নাই। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন। তখন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন আইন মোতাবেক ভাটাটি বন্ধের ঘোষনা দিয়ে বুল ডোজার দিয়ে গুড়িয়ে দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেন। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। এবিষয়ে ভাটা মালিক জানান, তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছেন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা এবং সচেতন এলাকাবাসী।