নওগাঁ প্রতিনিধি : জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনের অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা প্রর্যন্ত জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এই মানববন্ধন অবস্থান কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলার নির্বাচন কমিশনার কায়ছার মোহাম্মদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, সহকারী প্রোগ্রামার আকাশ মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।