বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে দুইটি ইট ভাটার মালিকের ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান ছনি। জানা যায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নে অবস্থিত এফ.বি.এফ এবং এন.আর.বি নামক ইট ভাটায় অভিযান চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। কিন্তু উভয় ভাটার মালিক পক্ষ লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে ব্যর্থ হন। শেষে উপজেলা নির্বাহী অফিসার উভয় ভাটার মালিক কে ৭০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। সেই সাথে তাদেরকে সতর্ক করে দেন।