বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুইটি ইট ভাটা মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান ছনি। গত ৫ মার্চ বুধবার বিকেলে থানা পুলিশের সদস্য সাথে নিয়ে উপজেলার মাধবপাড়ায় অবস্থিত দিপ্তী ব্রিকস এবং নাহার ব্রিকস নামক দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশারাত জাহান ছনি। এসময় ভাটার দায়িত্বে থাকা ব্যক্তির নিকট ইট ভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা কোনরূপ কাগজপত্র দেখাতে না পারায় দিপ্তী ব্রিকস মালিকের ৫০ হাজার টাকা এবং নাহার ব্রিকস মালিকের ৭০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। সেই সাথে তাদের সতর্ক করে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, অবৈধ ভাবে গড়ে তোলা এসব ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য এই উপজেলায় স্থাপিত ৩৪ টি ইট ভাটার মালিকের কারোরই বৈধ কোন কাগজপত্র নেই বলে জানা গেছে।