শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নারী মারা গেছেন। নিহতের নাম মোছা : মাজেদা (৭৫)। তিনি মাঝিড়া মাস্টার পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আয়েদ আলীর স্ত্রী। দুর্ঘটনাটি ৮ই ফ্রেবুয়ারী (শুক্রবার) ভোরে মাঝিড়া স্ট্যান্ডের কাছাকাছি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদা ভোরে কাগজ, বোতল, খড়ি কুড়াতে বের হয় । এমন সময় রাস্তার ডিভাইডার পার হতে নিলে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ডিভাইডারের সাথে ঘষে নিয়ে যায়। দূর্ঘনায় তার শরির ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হয়ে যায়। এতে ঘটনা স্থানেই তিনি মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে খুঁজে বের করার চেষ্টা করছে।