বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে কয়েলের আগুনে ৩ টি গরু পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মোকছেদ মন্ডলের পুত্র সামাদুল(৪২) প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে মশা তাড়ানোর জন্য গরুর গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। ভোররাতে আগুনের তাপে জেগে উঠে সামাদুল দেখতে পায় গোয়াল ঘরে আগুন জ্বলছে। তখন সে চিৎকার করতে করতে তিনটি গরুকে রক্ষা করতে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আশে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসলে সবাই দেখতে পায় তিনটি গরু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে আর সামাদুলের শরীর ঝলসে গেছে।তাকে দ্রুত বদলগাছী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সামাদুলের স্ত্রী সাহিনা বেগম বলেন, তার স্বামী দিন মজুরের কাজ করতো আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। গরু – ছাগল লালন পালন করে তাদের সংসার চলতো। গরু তিনটি মারা যাওয়ায় এবং স্বামী অগ্নিদগ্ধ হওয়ায় সে এখন দিশেহারা হয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারিভাবে কোন সাহায্য তাঁদের কাছে পৌঁছায় নাই। সমাজের বিত্তবানদের সামাদুলের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন এলাকাবাসী।