আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল মোমেন তালুকদার খোকার রুহের মাগফেরাত কামনা করে বগুড়ার আদমদীঘির কড়ই রাজবাড়ী জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার বাদ মাগরিব উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই রাজবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মহফিলের মোনাজাত পরিচালনা করেন কড়ই আলীম মাদরাসার প্রভাষক ইবনে হানযালা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মরহুমের ভাই ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সিনিয়র সহ সভাপতি বুলবুল ফারুক, গোলাম মোস্তফা, কামরুল ইসলাম মধু, সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনছুর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, উপজেলা বিএনপি নেতা সোলায়মান আলী বাবু পিকে, বিএনপি নেতা শাজাহান আলী, মাজেদ, আব্দুল মতিন, কুন্দগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শাহানা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও আলহাজ্ব শহিদুল ইসলাম সহ মাসজিদে তিন শতাধিক মুসল্লীরা।