দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবরের ভগ্নিপতি সাদাত রহমান বলেন, দুপুর পৌনে ১টার দিকে বাবর কারাগার থেকে ছাড়া পান। এর আগে সব আনুষ্ঠানিকতা শেষে বাবরের মুক্তির ঘোষণা দেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তারও আগ থেকে বাবরকে বরণ করে নিতে কারাগারের বাইরে জড়ো হন পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সম্প্রতি ১০ ট্রাক অস্ত্র সংক্রান্ত দুটি মামলাসহ বাবরের বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়।