বদলগাছী ( নওগাঁ) : প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুইদিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ” জ্ঞান -বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগান কে সামনে রেখে ১৩ ও ১৪ জানুয়ারি -২০২৫ দুইদিনব্যাপী বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে বেলা ৪ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের দ্বারা উদ্ভাবিত প্রজেক্ট পরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। পরিদর্শন শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এসময় উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ নাজমুল ইসলাম সাগর, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক গণ উপস্থিত ছিলেন।