জুলাই গণঅভ্যুত্থানে বাড্ডা-রামপুরা-বনশ্রীর এলাকায় পুলিশ ও হাসিনার দোসরদের হামলায় শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিলো আমরা বিএনপি পরিবার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান তুলে দেয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। সাক্ষাৎ অনুষ্ঠানটি জনসভায় রূপ নিয়েছিলো। ঢাকা বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাতে যোগ দেন। বেলা ১১টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রতিদলে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রিজভী আহমেদ, সংগঠনটির আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি কোষাধক্ষ্য ও সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।